কলকাতা: বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আয়োজিত হল মন্ত্রীসভার বৈঠক। যা একেবারেই প্রথম। পায়ে চোট থাকার কারণে বাড়িতেই বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এ দিন মন্ত্রীসভার বৈঠকে পুলিশে বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজ্যে ১২ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে। এর মধ্যে ৮৪০০ পুরুষ কনস্টেবল এবং ৩৬০০ মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে।
বৈঠকের পর উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন, সিকিমের প্রাকৃতিক বিপর্যয় এবং তার থেকে তৈরি হওয়া বন্যার জন্য কালিম্পংয়ে যে ক্ষতি হয়েছে তার জন্য মুখ্যমন্ত্রী খুবই উদ্বিগ্ন। এর আগে মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে একটি দল গেলেও বৃহস্পতিবার চারজন মন্ত্রীকে নিয়ে একটি দল তৈরি হয়েছে। যারা আগামী ১৭ অক্টোবর কালিম্পংয়ে যাবেন এবং তিনদিন থেকে মানুষের সমস্যাগুলো খতিয়ে দেখবেন। মন্ত্রীদের এই চারজনের দলে সাবিনা ইয়াসমিন, গোলাম রব্বানী, শ্রীকান্ত মাহাতো এবং সত্যজিৎ বর্মণ আছেন বলে উদয়ন জানিয়েছেন।
দুর্গোপুজো নিয়েও এ দিন মন্ত্রী, বিধায়কদের বিশেষ নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর সময় সব বিধায়করা যাতে নিজেদের এলাকায় থাকেন, সেই নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।