প্রথম পাতা খবর বাংলাকে চিনতে ‘একতা যাত্রা’ শুরু রাজ্যপালের

বাংলাকে চিনতে ‘একতা যাত্রা’ শুরু রাজ্যপালের

401 views
A+A-
Reset

কলকাতা: বাংলায় ‘একতা যাত্রা’ শুরু করলেন বলে জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিবার সস্ত্রীক দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন রাজ্যের সাংবিধানিক প্রধান। এর পর সাংবাদিকদের সামনে ‘একতা যাত্রা’র কথা ঘোষণা করেন তিনি।

পশ্চিমবঙ্গকে আবারও নিজের দ্বিতীয় বাড়ি বলেছেন তিনি। দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যপাল বলেন, “বাংলার অন্যতম তীর্থক্ষেত্র দক্ষিণেশ্বর এবং ঠাকুর রামকৃষ্ণের স্মৃতিবিজড়িত তাই এই মন্দিরে মায়ের কাছে পুজো দিতে এসেছি।” বাংলার সংস্কৃতির সঙ্গে যুক্ত স্থানে বছরে একবার করে যাওয়া ইচ্ছে প্রকাশ করেছেন আনন্দ বোস। তবে নিজের এই একতা যাত্রা প্রসঙ্গে বেশি কিছু বলতে চাননি রাজ্যপাল।

দক্ষিণেশ্বর মন্দির কমিটির সদস্য কুশল চৌধুরী বলেন, “রাজ্যপাল একতা যাত্রার কথা ঘোষণা করেছেন। এখান থেকেই তিনি ঘোষণা করেছেন, বাংলায় সম্প্রীতি যাত্রা, ইউনিটি যাত্রা করবেন। গঙ্গা দিয়ে তিনি যাত্রা করবেন। গঙ্গার দু’পাশের জনপদগুলির মানুষের সঙ্গে তিনি সম্পৃক্ত হবেন।”

এ বারের সরস্বতী পুজোয় রাজভবনে রাজ্যপালের ‘হাতে খড়ি’ অনুষ্ঠানে তাঁর মুখে ‘জয় বাংলা’ স্লোগান বিতর্ক শুরু হয়েছিল। এখন তাঁর এই ‘একতা যাত্রা’ নিয়ে রাজনৈতিক মহল কী প্রতিক্রিয়া দেয়, সেটাই এখন দেখার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.