জয়েনিং রিপোর্ট ফেরত পাঠালেন রাজ্যপাল, সরতে হবে রাজ্য নির্বাচন কমিশনারকে?

কলকাতা: রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট ফেরত পাঠালেন রাজ্যপাল। ভোটে বেলাগাম সন্ত্রাস, আলোচনার জন্য না আসার পরেই পদক্ষেপ। এর পরই জল্পনা, তা হলে কি সরতে হবে রাজ্য নির্বাচন কমিশনারকে?

বুধবার নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাহলে কি আর পদে থাকতে পারবেন রাজ্য নির্বাচন কমিশনার? কমিশন নিয়ে হাইকোর্টে কড়া অবস্থানের মধ্যেই এ হেন পদক্ষেপ রাজ্যপাল।

ব্যস্ততার কারণ দেখিয়ে রাজভবনে ডাকা বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার যোগ দেননি বলে ক্ষুব্ধ রাজ্যপাল বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, বুধবারই পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। অন্যদিকে, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্য নির্বাচন কমিশনকে। দায়িত্ব না সামলাতে পারলে বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার সরে যেতে পারেন বলেও বলতে শোনা যায় প্রধান বিচারপতি শিবজ্ঞানমকে।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে