কেন্দ্র সরকারের কাছ থেকে রাজ্যের বকেয়া অর্থের পরিমাণ বিপুল অথচ কেন্দ্র প্রায় কোনও রকম অর্থ সহায়তা করছে না রাজ্যকে। এই পরিস্থিতিতে রাজ্যের উন্নয়ন মূলক সরকারি প্রকল্প থমকে থাকলেও রাজ্যের পরিকাঠামো উন্নয়নের কাজ যাতে থেমে না থাকে, তার জন্য একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।
এই সব উন্নয়ন মূলক কাজ চালু রাখতে একাধিক দপ্তরকে সম্প্রতি মুখ্যমন্ত্রীর উদ্যোগে দেওয়া হয় কয়েক কোটি টাকা করে। অর্থ দপ্তর সূত্রে খবর, সব মিলিয়ে প্রায় ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। গ্রামীণ উন্নয়নর সঙ্গে সম্পর্কিত দপ্তরগুলিকেই এই টাকা দেওয়া হয়েছে। যাতে গ্রামীণ অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ ও প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন করতে পারে দপ্তরগুলি।
সেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছিলেন যে, অযথা অর্থ খরচ করা যাবে না। জরুরি প্রকল্প ছাড়া যেমন নয়া প্রকল্প করা হবে না, তেমনই যে প্রকল্পগুলি চলছে, তার কাজও দ্রুত শেষ করতে হবে। কেন্দ্র থেকে রাজ্যের পাওনা প্রায় ৯০ হাজার কোটি টাকারও বেশি। তা এখনও মেলেনি। তাই বাজেট বহির্ভূত খরচ না করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী সবাইকে বোঝান যে, রাজ্যের হাতে যা রয়েছে, তা ব্যবহার করে রাজ্যের কোষাগারে অর্থ এলে মানবিক প্রকল্পে আরও বেশি করে মানুষকে সাহায্য করতে পারবে সরকার। সেটাই চান মুখ্যমন্ত্রী। বিশেষ করে গ্রামীণ অর্থনীতির বিকাশে যে সমস্ত প্রকল্পগুলি চলছে, তাতে আরও জোর দেওয়ারও নির্দেশ দেন তিনি।