ডিএ নিয়ে বড় ঘোষণা রাজ্যের, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

কলকাতা: চার শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি পেল রাজ্য সরকারি কর্মচারীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। তারই বিজ্ঞপ্তি জারি করল নবান্ন।

লোকসভা ভোটের প্রচারে এক মাসের অতিরিক্ত ডিএ (মহার্ঘ ভাতা) দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট মিটে যাওয়ার পর মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। রাজ্যের অর্থ দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানাল, জুলাই মাসে বেতনের সঙ্গে বর্ধিত ডিএ পাবেন সরকারি কর্মীরা। গত এপ্রিল মাস থেকেই লাগু হবে বর্ধিত ডিএ।

আরও এক দফা ডিএ বৃদ্ধি হলে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য মোট মহার্ঘ ভাতা হয় ১৪ শতাংশ। ডিএ বৃদ্ধি করায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক কমে হয় ৩২ শতাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৪৬ শতাংশ ডিএ পান। রাজ্য সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে সরকারের ২,৪০০ কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়েছে। এতে উপকৃত হবেন রাজ্যের ১৪ লক্ষ সরকারি কর্মী।

বলে রাখা ভালো, ১ মে থেকে কার্যকর হওয়ার কথা ছিল বর্ধিত ডিএ। কিন্তু জামাইষষ্ঠীর আগের দিনই নির্দেশিকায় জানানো হল, এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে সেটি। অর্থাৎ পরবর্তী মাসের বেতনের সঙ্গে এপ্রিল মাস থেকে দেওয়া বকেয়া ডিএ যোগ হবে। এই নির্দেশিকায় খুশি রাজ্য সরকারি কর্মীদের একটা অংশ।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন