আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের উচ্চমাধ্যমিক শুরু হচ্ছে চলতি বছরের সেপ্টেম্বর মাসেই। মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে দিনক্ষণ ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। জানানো হয়েছে, ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে তৃতীয় সেমেস্টার বা উচ্চমাধ্যমিকের পার্ট ওয়ান পরীক্ষা। চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে। শেষ হবে সকাল ১১টা ১৫ মিনিটে। তবে মিউজিক, ভিজুয়াল আর্টস ও ভোকেশনাল বিষয়ের পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত।
সংসদ সূত্রে জানা গিয়েছে, এবার মোট ৬ লক্ষ ৬০ হাজার ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৪৩.৯৭ শতাংশ, আর ছাত্রীর সংখ্যা ৫৬.০৩ শতাংশ। অর্থাৎ এবারও মেয়েদের অংশগ্রহণ বেশি।
পরীক্ষায় টোকাটুকি আটকাতে এবারও কড়া ব্যবস্থা নিয়েছে সংসদ। প্রতিটি পরীক্ষাকক্ষে ২০:১ অনুপাতে পরীক্ষক থাকবেন। সেন্টারের মূল গেট এবং ভেন্যু সুপারভাইজরের কক্ষে থাকবে সিসিটিভি নজরদারি। ক্যালকুলেটর, মোবাইল বা কোনও ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
উল্লেখ্য, ২০২৫ সালে শেষবারের মতো বার্ষিক উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছিল। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে সেমেস্টার ব্যবস্থা। মোট চারটি সেমেস্টারে পরীক্ষা হবে। ২০২৪ সালে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরাই এই নতুন নিয়মে প্রথম পরীক্ষা দিচ্ছে এ বছর। তাঁদের জন্যই ২০২৬ সালের সেপ্টেম্বরে শুরু হচ্ছে পার্ট ওয়ান পরীক্ষা। পার্ট টু বা চূড়ান্ত পরীক্ষা হবে আগামী মার্চ মাসে।