উচ্চ মাধ্যমিক ২০২২ : ফের একবার বদলের সম্ভাবনা পরীক্ষার সূচিতে!

ফের একবার বদলে যেতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি। এর আগেও একবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি নিয়ে সংঘাত দেখা দিয়েছিল জয়েন্ট এন্ট্রান্সের দিন ঘোষণার ক্ষেত্রে। এবার উচ্চ মাধ্যমিকের পরিবর্তিত সময়সূচির মধ্যেই পড়ে গিয়েছে বিধানসভার উপনির্বাচন। এই সঙ্গেই গোদের উপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে জয়েন্ট এন্ট্রান্সেরও দিন পরিবর্তন। সব মিলিয়ে পরীক্ষার সূচি তৈরির পর পরই হয়েছে ওলটপালট।

এবার ফের একবার নিজেদের তৈরি সূচিতে পরিবর্তন ঘটাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মঙ্গলবার নবান্নে মুখ্যসচিবের সঙ্গে এই বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকও করেন শিক্ষাসচিব। বৈঠকের শেষে নির্বাচন কমিশনের কাছে ভোটের দিন বদলের আর্জিও জানানো হয়।

রাজ্যের বুকে ২ এপ্রিল থেকে ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে উচ্চ মাধ্যমিক। কিন্তু দেখা যায় এই সময়ই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা করেছে এনটিএম। যেখানে দেখা যাচ্ছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে জয়েন্টেরও একাধিক পরীক্ষা একই দিনে পড়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই এনটিএ-এর বিরুদ্ধে নিজেদের একরাশ ক্ষোভ উগরে দিয়ে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নতুন দিন স্থির করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

এক্ষেত্রে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন যে সূচি তৈরি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, সেটা এই রকম…

আগামী ১৩ এপ্রিল উচ্চ মাধ্যমিকের যে সব পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলি হবে আগামী ১৮ এপ্রিল।।

আগামী ১৬ এপ্রিল উচ্চ মাধ্যমিকের যে সব পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলি হবে আগামী ২৩ এপ্রিল।।

আগামী ১৮ এপ্রিল যা উচ্চ মাধ্যমিকের যে সব পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলি হবে আগামী ২৫ এপ্রিল।।

আগামী ২০ এপ্রিল ছিল উচ্চ মাধ্যমিকের ইকনমিকস্ পরীক্ষা, নতুন সূচি অনুসারে এই পরীক্ষা হবে আগামী ২৬ এপ্রিল।

তবে এখানেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাথাব্যথা শেষ হচ্ছে না। কারণ এরপরও সংসদের সামনে সমস্যা রয়েছে। কারণ, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ি আগামী ১২ এপ্রিল রাজ্যে হবে দুটি উপনির্বাচন। একদিকে রয়েছে বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন এবং অপরদিকে রয়েছে আসানসোল লোকসভার উপনির্বাচন। অপরদিকে দেখা যাচ্ছে ১১ ও ১৩ তারিখ রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাই এই দুই পরীক্ষা কীভাবে করা সম্ভবপর হবে তা নিয়ে এখনও সংশয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এছাড়াও নতুন করে সংশয়ের জায়গা তৈরি হয় এনটিএ-কে নিয়ে। কারণ, ফের একবার নিজেদের পরীক্ষার দিন বদলেছে এনটিএ কর্তৃপক্ষ।

এনটিএ-র তরফে নতুন করে ঘোষণা করা হয়েছে যে, আগমী ১৬ এপ্রিলের পরিবর্তে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে আগামী ২১ এপ্রিল। আর এনটিএ-র নতুন এই সূচি অনুযায়ি আগামী ২৫ এপ্রিল একইসঙ্গে পরীক্ষা পড়েছে জয়েন্ট ও উচ্চ মাধ্যমিকের।

ইতিমধ্যেই উপনির্বাচন নিয়ে কমিশনকে নির্বাচনের তারিখ বদল করার আবেদন জানিয়ে চিঠি লিখেছে রাজ্য। কিন্তু জয়েন্ট এর সূচি নিয়ে তাহলে কি ফের একবার দিনবদল করতে হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে? সব মিলিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই বিষয় নিয়ে অবশ্য লাগাতার আলোচনা চলছে রাজ্য সরকার ও পর্ষদের মধ্যে। গোটা পরিস্থিতি নিয়ে চূড়ান্ত চিন্তিত নবান্নের শীর্ষ কর্তারাও।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে