কলকাতা: চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্য দিকে, মঙ্গল ও বুধবারও উত্তরবঙ্গে বৃষ্টি হবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। আগামী বুধবার থেকে শুক্রবার এপ্রিল পর্যন্ত সময়ে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। ওই জেলাগুলিতে তাপমাত্রা ছাড়িয়ে যাবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি।
দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আজ আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আজ। সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা আছে জেলায় জেলায়।
অন্য দিকে, মঙ্গল ও বুধবারও উত্তরবঙ্গে বৃষ্টি হবে। বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা দার্জিলিং, কালিম্পং ছাড়াও ওপরের দিকে সমতলে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে জায়গায় জায়গায়। বুধবারের পর থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে।