সোমবার উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষা শেষ হলেও শেষ দিনে তৈরি হল বিতর্ক। অভিযোগ উঠেছে, বায়োলজিক্যাল সায়েন্সেস পরীক্ষার প্রশ্নপত্রে একই সঙ্গে দু’টি ভুল রয়েছে। এতে আতান্তরে পড়েন পরীক্ষার্থীরা।
গত ৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রথম সেমেস্টারের পরীক্ষা ২২ সেপ্টেম্বর শেষ হয়। ওই দিন বায়োলজিক্যাল সায়েন্সেস, রাষ্ট্রবিজ্ঞান এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন বিষয়ে পরীক্ষা হয়। যদিও রাষ্ট্রবিজ্ঞান ও কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের প্রশ্নপত্রে কোনও সমস্যা ধরা পড়েনি, বায়োলজিক্যাল সায়েন্সেসে দু’টি প্রশ্নে ভুল থাকায় পরীক্ষার্থীরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
এ প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আশ্বাস দিয়ে বলেন, “পরীক্ষার্থীরা প্রশ্ন দু’টি দেওয়ার চেষ্টা করলেই পূর্ণ নম্বর পাবেন।” তবে তিনি আরও জানান, প্রশ্নপত্রের ভুল নিয়ে মডারেটর এবং বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। সত্যিই যদি ভুল প্রমাণিত হয়, তবে তবেই পরীক্ষার্থীরা পূর্ণ নম্বর পাবেন।
এ বছরেই প্রথমবার ওএমআর শিটে ১ ঘণ্টা ১৫ মিনিটের মধ্যে ৩৫ বা ৪০ নম্বরের পরীক্ষা দেওয়ার কারণে উদ্বেগে ছিলেন পড়ুয়ারা। সংসদের পক্ষ থেকে আশ্বস্ত করা হলেও বাস্তবে গণিত, পদার্থবিদ্যা এবং রাশিবিজ্ঞান পরীক্ষায় সমস্যার মুখে পড়তে হয়েছিল অনেক পরীক্ষার্থীকে। তার মধ্যেই বায়োলজিক্যাল সায়েন্সেসে প্রশ্নপত্রের ভুল নিয়ে ফের বিতর্ক তৈরি হল।