রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা

কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতি এবং পূর্বে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের দিকে প্রবাহের কারণেই ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও শিলাবৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

রবিবার পর্যন্ত কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে কালবৈশাখী হতে পারে। কালবৈশাখী হলে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতায়। ঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতার পাশাপাশি বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী চারদিন দক্ষিণবঙ্গের সব জেলারই এক-দুই জায়গায় ঝড়বৃষ্টি হবে। হাওয়া অফিস জানিয়েছে, ১৭ মার্চ দক্ষিণবঙ্গে সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ এবং ১৯ মার্চ বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এই বৃষ্টি ২১ মার্চ পর্যন্ত জারি থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা আগামী কয়েকদিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে এই ঝড়বৃষ্টির জেরে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক