কলকাতা: সপ্তাহ ঘুরলেই ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে কলকাতার তাপমাত্রার পারদ। তার পরে আর কনকনে ঠান্ডার সম্ভাবনাও থাকছে না। আবহাওয়াবিদদের মতে, সরস্বতীপুজো থেকে সাধারণতন্ত্র দিবসে গরম পোশাকের খুব একটা দরকার হবে না বলেই মনে হচ্ছে।
শুক্রবার উত্তুরে হাওয়ার প্রভাবে খানিকটা ঠান্ডাভাব ছিল। তবু আজ, শনিবার থেকে সপ্তাহ জুড়ে বাড়বে তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় শীতের আমেজ কিছুটা বজায় থাকলেও রবিবার থেকে পারদ চড়বে। পরবর্তী তিন চার দিনে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ দাস জানান, আগামী সপ্তাহে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রিতে পৌঁছে যাবে। তবে শীত একেবারে বিদায় নিচ্ছে না। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে ফের শীতের আমেজ ফিরবে। দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে উত্তরবঙ্গ এখনও ঠান্ডায় কাঁপছে। উত্তরবঙ্গে আরও তিন দিন শীতের আমেজ থাকবে। শুক্রবার দার্জিলিং ও কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২-৬ ডিগ্রির ঘরে। জলপাইগুড়ি ও কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রাও ছিল ১০ ডিগ্রির নীচে। অন্যদিকে, আসানসোল, বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান ও পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করেছে।