কলকাতা: রবিবার বড়দিন। ক’দিন বাদেই বর্ষবরণ। তবে বছর শেষে শীতের কনকনে ঠাণ্ডা থেকে বঞ্চিত হতে পারেন রাজ্যবাসী। শনিবার সকালে ভারী ঠাণ্ডার আমেজ থাকলেও বেলা গড়ানোর সঙ্গেই তা ফিকে হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রের খবর, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। এর পর উত্তুরে হাওয়ার তীব্রতা কমে আসবে রাজ্যে। তাপমাত্রার পারদ ওঠানামায় এর প্রভাব পড়বে। শুধু বড়দিনই নয়, নতুন বছরের আগে পর্যন্ত শীতের প্রত্যাবর্তনের কোনও সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে রাজ্যে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বড়দিনে শীতের আমেজ কমবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়বে কুয়াশার প্রকোপ। দৃশ্যমান্যতা কমবে। তবে রোদ ওঠার সঙ্গে সঙ্গে সেই কুয়াশা ধীরে ধীরে কেটেও যাবে। আকাশ মূলত পরিষ্কার থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে, ২৪ ডিসেম্বর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পর রাজ্যে কতটা জলীয় বাষ্প ঢুকবে সেটাও দেখার। এই প্রক্রিয়া আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত জারি থাকবে বলে মনে করা হচ্ছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে২৮ ডিসেম্বর পর্যন্ত রাতের তাপমাত্রাও ঊর্ধ্বমুখী থাকতে পারে।