কলকাতা: পুরো পশ্চিবমঙ্গে ঢুকে গিয়েছে বর্ষা। শুক্রবার কলকাতায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। এ দিন সকাল থেকে মেঘলা আকাশ। ভারী বৃষ্টি এবং সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের মতে, বৃষ্টির জেরে আগামী তিনদিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। যদিও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে আরও কয়েকটা দিন।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা জানিয়েছেন, যতক্ষণ না টানা বৃষ্টি হচ্ছে, ততক্ষণ অস্বস্তিকর আবহাওয়া থেকে রেহাই মিলবে না। এখন কম বৃষ্টি হচ্ছে। খুব বেশি সময় হচ্ছে না। ফলে সূর্যের আলোর বিকিরণ হচ্ছে। টানা বৃষ্টি হলে তবেই অস্বস্তি কাটবে।
আবহাওয়া অধিকর্তা আরও জানান, দক্ষিণবঙ্গে যেমন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলছে, সেরকমই চলবে। শুধু আগামী ২৫ জুন এবং ২৬ জুন বৃষ্টি কিছুটা বেশি বৃষ্টি হবে। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।