১,৭২৯ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের

কলকাতা: শিক্ষক পদে নিয়োগের বড় ঘোষণা রাজ্যের। প্রকাশিত হয়েছে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। রাজ্য জুড়ে প্রায় হাজার দুয়েক শূন্যপদে শিক্ষক নিয়োগ করবে মাদ্রাসা সার্ভিস কমিশন।

সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। সেজন্য আগামী ১২ মে থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। যা আগামী ১২ জুন পর্যন্ত চলবে। মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, শূন্যপদের সম্ভাব্য সংখ্যা ১,৭২৯। যে সংখ্যাটা পরবর্তীকালে হেরফের হতে পারে বলে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে।

কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, বেসরকারি, সরকার-পোষিত মাদ্রাসায় নবম-দশম শ্রেণি ও একাদশ-দ্বাদশ শ্রেণিতে সহকারি শিক্ষক নিয়োগের জন্য সপ্তম ‘স্টেট লেভেল সিলেকশন টেস্ট’ (অ্যাসিসট্যান্ট টিটার) তথা এসএলএসটি হবে। সেইসঙ্গে টেটও (অ্যাডভান্সড আরবিক, আরবিক মাদ্রাসা এবং আরবিক ইউজি) হতে চলেছে।

কমিশনের ওয়েবসাইটে গেলেই আবেদনকারীরা নিয়োগ সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য পেয়ে পাবেন। আগামী ১২ মে বিকেল ৪টে থেকে প্রার্থীরা মাদ্রাসা কমিশনের ওয়েবসাইট www.wbmsc.com-তে আবেদন করতে পারবেন। ১২ জুন মধ্যরাত পর্যন্ত সংশ্লিষ্ট ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে