ডেস্ক: সোমবার সকালে গুরুতর অসুস্থ বোধ করেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এর পরই এসএসকেএম হাসপাতালে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পরই কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয় তাঁকে। আইসিইউ-তে স্থানান্তরিত করা হয় বর্ষীয়ান মন্ত্রীকে।
এমনিতেই সিওপিডি-র সমস্যা রয়েছে। পুজোর সময়ও এই সমস্যায় ভুগছিলেন তিনি। এরই মধ্যে পুজোর আয়োজনে ব্যস্ত ছিলেন তিনি। এসএসকেএম হাসপাতালে বর্ষীয়ান মন্ত্রীর চিকিৎসার জন্য মাল্টি ডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
পরিবার সূত্রে খবর, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। এ দিন সকালে শারীরিক পরীক্ষার জন্য এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী। পরীক্ষা চলাকালীন শ্বাসকষ্টের সমস্যা ধরা পড়তেই কোনও রকম ঝুঁকি না নিয়ে তাঁকে উডবার্নের আইসিসিউ-তে ভর্তি করানো হয়।
আরও পড়ুন: ৭ ইস্যুতে গোয়ায় নির্বাচনী প্রচার শুরু তৃণমূলের
হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। তাঁকে দেখছেন চিকিৎসক সোমনাথ কুণ্ডুও। বর্তমানে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর অবস্থা স্থিতিশীল।