ঠা ঠা রোদ, তীব্র গরমে হাঁসফাস, দক্ষিণবঙ্গে বর্ষা আসবে কবে

শহরে অসহনীয় গরম। ছবি: রাজীব বসু

কলকাতা: ঠা ঠা রোদের তাপে পুড়ছে দক্ষিণবঙ্গ। প্রচণ্ড গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। বৃষ্টির দেখা নেই। হাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গে আসছে বর্ষা।

শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি পশ্চিমের পাঁচ জেলাতে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই পারদ বেশ চড়া। তবে স্বস্তির খবরও রয়েছে। বিকেলের পর বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

রবিবারেও বেলা বাড়লে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। প্রাকবর্ষার বৃষ্টি শুরু হলে ভ্যাপসা গরমও কিছুটা কমবে।

হাওয়া অফিস বলছে, বুধবারের মধ্যেই দক্ষিণবঙ্গে আসছে বর্ষা। ও দিকে, উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। আগামী চার-পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দেলাগুলিতে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক