দু-এক দিনের মধ্যেই রাজ্যে ঢুকছে বর্ষা, দক্ষিণবঙ্গে সপ্তাহভর ঝড়বৃষ্টির সতর্কতা

আসছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু-এক দিনের মধ্যেই মৌসুমি বায়ু প্রবেশ করতে চলেছে পশ্চিমবঙ্গে। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সপ্তাহজুড়ে চলবে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি। সমুদ্র থাকবে উত্তাল, মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর।

সোমবার আলিপুর জানিয়েছে, মৌসুমি বায়ু ইতিমধ্যেই মধ্য ও উত্তর বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ঢুকে পড়েছে। আগামী তিন দিনের মধ্যে মৌসুমি বায়ু সিকিম হয়ে উত্তরবঙ্গেও প্রবেশ করবে। পাশাপাশি, মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। এর ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বুধবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইবে।

আলিপুর জানিয়েছে, বুধবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে। বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির দাপট থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতেও। শুক্রবার লাল সতর্কতা জারি হয়েছে দুই বর্ধমান, হুগলি, বীরভূম এবং দুই মেদিনীপুরে—এখানে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার দুর্যোগের প্রভাব পড়বে বীরভূম ও মুর্শিদাবাদে।

উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট শুরু হবে বৃহস্পতিবার থেকে। উত্তর দিনাজপুর, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্র ও শনিবার।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন