কলকাতা: বুধবার ভারী বৃষ্টির পর বৃহস্পতিবারও সকাল থেকে মেঘলা আকাশ। ভোর থেকেই কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। সারাদিনই সূর্যের দেখা নাও মিলতে পারে। দিনভর বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে। গত কয়েক দিনে বেড়েছে বৃষ্টির দাপট। বুধবার মুষলধারায় বৃষ্টির পর এ দিৱ সকাল থেকে মেঘলা কলকাতার আকাশ। বৃষ্টি কখনও আসছে, কখনও ছাড়ছে। হাওয়া অফিসের পূর্বাভাস, দফায় দফায় কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতায়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। তবে আজ বিকেল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। টানা বৃষ্টির জেরে কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি হবে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।