543
সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই ক’দিন দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা আরও কমে যাবে। মূলত দু’তিনটি দফায় বৃষ্টিপাত হবে। টানা বর্ষণের কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার কিছুটা বাড়তে পারে বৃষ্টি।
পাশাপাশি, আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মালদহ ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টি হবে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু’-একটি জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনাও থাকছে।