রাজ্যের ১০৮ পুরসভায় সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৩৪ শতাংশ

একসঙ্গে রাজ্যের ১০৮টি পুরসভায় চলছে ভোট গ্রহণ। নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে পুর ভোটকেন্দ্রগুলি। মোতায়েন রয়েছে প্রায় ৪৪ হাজার পুলিশ। মোট ২ হাজার ১৭১টি ওয়ার্ডে চলছে ভোটগ্রহণ। রাজ্যের ২০ জেলায় রয়েছে মোট ১৩৫ পর্যবেক্ষক।

দক্ষিণ দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের মতিঝিল স্কুলে সিপিআইএম প্রার্থীর এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ, উত্তেজনা। নির্বাচন কমিশনে অভিযোগ প্রার্থীর।

বহরমপুরে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ। উত্তর ব্যারাকপুরের ২৩ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থীকে মারধরের অভিযোগ।

বারাসতেবুথে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে। অভিযোগ, বারাসত পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি স্কুলের বুথে BJP প্রার্থীর এজেন্টকে বসতে দেওয়া হয়নি। এরপরই BJP প্রার্থী আছাড় মেরে EVM ভেঙে দেন বলে খবর। প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক