প্রথম পাতা খবর কলকাতা পুরসভা নির্বাচন পুরোটাই জেলাশাসক ও ভাইপোর পূর্ব পরিকল্পিত : শুভেন্দু অধিকারী

কলকাতা পুরসভা নির্বাচন পুরোটাই জেলাশাসক ও ভাইপোর পূর্ব পরিকল্পিত : শুভেন্দু অধিকারী

333 views
A+A-
Reset

কলকাতা পুরসভার নির্বাচনী ফলাফল প্রকাশ হয়ে যাওয়ার পরদিনই ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসক দল ও তার শীর্ষ নেতৃত্বকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দুর দাবী, কলকাতা পুরভোটে নাকি ছিল না কোনও ভিভি প্যাড। আরও অভিযোগ, ভোট গ্রহণের দিন নাকি কেটে দেওয়া হয়েছিল বেশিরভাগ ভোট কেন্দ্রের সিসি টিভির তার। এমনটাই দাবী যা শুভেন্দুর। তাই কলকাতা পুরভোটকে ভোট বলেই মানেন না তিনি। গতকাল কলকাতা পুরভোটের ফল প্রকাশিত হয়েছে। রেকর্ড ব্যবধানে মহানগর দখল করেছে তৃণমূল। আর তার জেরেই কি তৃনমূলের উপরে এতটা ক্ষুব্ধ শুভেন্দু?

বুধবার নদীয়ায় এক কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের শাসক দলকে চূড়ান্ত আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নদীয়ার হাঁসখালি বিডিও অফিসের কৃষকদের জন্য একাধিক দাবি নিয়ে একটি ডেপুটেশন কর্মসূচির ডাক দেয় বিজেপি। সেখানেই উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাজ্যের বিরোধী দলনেতা।

কলকাতা পুর নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এই নির্বাচন নিয়ে আমি কোনো প্রতিক্রিয়া দেবো না। তার কারণ এটাকে ভোট বলে না। ভোটে কি হবে, কে কত ভোট পাবে, তা ঠিক করেছে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক আর ভাইপো। তাই ভোট প্রসঙ্গে কিছু জিজ্ঞাসা করার থাকলে ওই দুজনকেই জিজ্ঞাসা করুন।”

এরই পাশাপাশি এদিন তিনি বলেন, “রাজ্যে দিনদিন ঋণের বোঝা বেড়েই চলেছে। আগে ৫ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে থাকত, এখন সেটা বেড়ে ৪০ লক্ষ তে দাঁড়িয়েছে। মমতা ব্যানার্জি সরকারে আসার পর থেকেই আর কোনও সরকারি চাকরি হয়নি পশ্চিমবঙ্গে।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.