প্রথম পাতা খবর পঞ্চায়েত ফলাফল ২০২৩: একের পর এক জেলা পরিষদ তৃণমূলের দখলেই

পঞ্চায়েত ফলাফল ২০২৩: একের পর এক জেলা পরিষদ তৃণমূলের দখলেই

336 views
A+A-
Reset

কলকাতা: মঙ্গলবার শুরু হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনা। গড়িয়েছে বুধবারে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির পর এ বার জেলা পরিষদেও সবুজ ঝড়।

দক্ষিণ ২৪ পরগনা: এই জেলা পরিষদ তৃণমূলের দখলেই থাকল। এই জেলার জেলা পরিষদের মোট ৮৫টি আসনের মধ্যে ৮৪টিতে জয়ী হয়েছে শাসকদল। একটি আসনে জয় পেয়েছে আইএসএফ।

ঝাড়গ্রাম: এই জেলার জেলা পরিষদ বিরোধীশূন্য। ১৯টি আসনের সব ক’টিতেই শাসকদল জয় পেয়েছে।

দক্ষিণ দিনাজপুর: এই জেলা পরিষদও তৃণমূলের দখলে। এই জেলায় মোট জেলা পরিষদের সংখ্যা ২১। সব ক’টিতেই নিরঙ্কুশ জয় পেয়েছে শাসকদল। দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদ বিরোধীশূন্য।

জলপাইগুড়ি: : এই জেলার জেলা পরিষদ বিরোধীশূন্য। ২৪টি আসনের সব ক’টিতেই শাসকদল জয় পেয়েছে।

পশ্চিম বর্ধমান: এই জেলার জেলা পরিষদ বিরোধীশূন্য। ১৮টি আসনের সব ক’টিতেই শাসকদল জয় পেয়েছে।

পূর্ব মেদিনীপুর: টানটান উত্তেজনার পর এই জেলা পরিষদ দখলে রাখল তৃণমূল। ৫৬টি জেলা পরিষদে তারা জয় পেয়েছে। বিরোধীরা জিতেছে ১৪টি আসনে।

পশ্চিম মেদিনীপুর: এই জেলার জেলা পরিষদ বিরোধীশূন্য। ৬০টি আসনের সব ক’টিতেই শাসকদল জয় পেয়েছে।

কোচবিহার: এই জেলা পরিষদ তৃণমূলের দখলে। এই জেলায় মোট জেলা পরিষদ ৩৪টি। তার মধ্যে ৩২টিতেই জয় পেয়েছে শাসকদল। দু’টি আসন জিতেছে বিজেপি।

আলিপুরদুয়ার: এই জেলার জেলা পরিষদ বিরোধীশূন্য। ১৮টি আসনের সব ক’টিতেই শাসকদল জয় পেয়েছে।

উত্তর দিনাজপুর: এই জেলা পরিষদ তৃণমূলের দখলে। এই জেলায় মোট জেলা পরিষদ ২৬টি। তার মধ্যে ২২টিতেই জয় পেয়েছে শাসকদল। ৩টি আসন জিতেছে বিজেপি। একটিতে বামফ্রন্ট।

আপডেট আসছে…

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.