প্রথম পাতা খবর রাজ্য জুড়ে সবুজ ঝড়, ত্রিস্তরেই বাজিমাত তৃণমূলের

রাজ্য জুড়ে সবুজ ঝড়, ত্রিস্তরেই বাজিমাত তৃণমূলের

175 views
A+A-
Reset

কলকাতা: মঙ্গলবার থেকে চলছে পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনা। প্রথমে গ্রাম পঞ্চায়েত, তার পর পঞ্চায়েত সমিতি এবং সব শেষে জেলা পরিষদের আসনে গণনা চলছে।

রাত ৮টা নাগাদ সর্বশেষ ফলাফল অনুযায়ী, ৪৩,৩৫০টি গ্রাম পঞ্চায়েত আসনে জয়ী/এগিয়ে তৃণমূল। বিজেপি ৯,৮৫৪, বামফ্রন্ট ৩,১৫৫, কংগ্রেস ২,৬০০ এবং অন্যান্য ২,৯৩৩টি আসনে জয়ী/এগিয়ে।

৭,২৬২টি পঞ্চায়েত সমিতির আসনে জয়ী/এগিয়ে তৃণমূল। বিজেপি ১,০১৮, বামফ্রন্ট ১৯৯, কংগ্রেস ২৬৮ এবং অন্যান্য ৩০৮টি আসনে জয়ী/এগিয়ে।

৮২৩টি জেলা পরিষদ আসনে জয়ী/এগিয়ে তৃণমূল। বিজেপি ২৬, বামফ্রন্ট ২, কংগ্রেস ১১ এবং অন্যান্য ১টি আসনে জয়ী/এগিয়ে।

প্রসঙ্গত, রাজ্যে মোট গ্রাম পঞ্চায়েত আসন- ৬৩,২২৯। এর মধ্যে ৮,০০২টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন প্রার্থীরা। এর মধ্যে তৃণমূল জিতেছে ৭,৯৪৪টি আসনে। দু’টি আসনে জয়ী বিজেপি। তিনটি আসনে জয়ী সিপিএম। অন্য প্রার্থীরা জয়ী ৫৩টি আসনে।

পঞ্চায়েত সমিতির আসন- ৯,৭৩০। এর মধ্যে ৯৯১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এর মধ্যে তৃণমূল জিতেছে ৯৮১টি আসনে। অন্যরা জিতেছে ১০টি আসনে।

জেলা পরিষদ আসন- ৯২৮। তবে জেলা পরিষদের ৯১২টি আসনে গণনা হচ্ছে। কারণ ১৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.