কলকাতা: পুজোর আগেই জারি হতে চলেছে প্রাথমিক টেটের বিজ্ঞপ্তি। পরীক্ষা হবে ১১ ডিসেম্বর। সোমবার এ কথা জানিয়েছেন প্রাথমিক শিক্ষা সংসদের অ্যাড হক কমিটির সভাপতি গৌতম পাল। তিনি জানিয়েছেন, ১১ হাজার শূন্যপদে নিয়োগের জন্য এই পরীক্ষা হবে।
প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান জানিয়ে দিলেন, এ বছর প্রাইমারি টেট নেওয়া হবে ১১ ডিসেম্বর। শূন্যপদ রয়েছে ১১ হাজার। অর্থাৎ এই টেট-এ যাঁরা পাস করবেন, তাঁরা পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। সেখান থেকেই যোগ্যতম প্রার্থী বাছাই করা হবে।
পর্ষদের চেয়ারম্যান জানান, পুজোর আগে তার বিজ্ঞপ্তি জারি করা হবে। রেজিস্ট্রেশন শুরু হবে পুজোর ছুটির পর। অর্থাৎ, লক্ষ্মীপুজোর পর এবং কালীপুজোর আগে। কবে থেকে পোর্টাল খুলবে, তার নোটিফিকেশন দেওয়া হবে। পোর্টাল যে দিন খুলবে, সে দিন থেকেই চাকরিপ্রার্থীরা পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবেন। ২০২২-এর টেট যে ১১ ডিসেম্বর হওয়ার কথা, তার বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। পোর্টালের মাধ্যমেই চাকরিপ্রার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
উল্লেখযোগ্য ভাবে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে পর্ষদও সাবধানী। পোর্টালের মাধ্যমে পরীক্ষা নেওয়া-সহ অন্যান্য পদ্ধতি সম্পন্ন করতে তৎপর প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকরা। তবে, পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে, তা এখনও জানায়নি পর্ষদ।
আরও পড়ুন: অস্থায়ী কর্মীদের ২৬ দিন কাজের প্রতিশ্রুতি, বড়ো ঘোষণা পরিবহণমন্ত্রীর