শীত বিদায় নিতেই রাজ্যে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের একাধিক জেলায় ইতিমধ্যেই মুষলধারে বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও দেখা গেছে শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ঝড়-বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই বাঁকুড়া, বর্ধমান, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকায় আবহাওয়া দফতর কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে। রবিবার পর্যন্ত আবহাওয়ার এই পরিবর্তন বজায় থাকবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং-এর পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে, যা রবিবার পর্যন্ত চলতে পারে। জলপাইগুড়ি ও সংলগ্ন এলাকাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এই বৃষ্টির ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন আলু চাষিরা। চন্দ্রকোনা-সহ একাধিক এলাকায় এখন নতুন আলু তোলার সময় চলছে। কিন্তু ব্যবসায়ীদের মধ্যে কেনার আগ্রহ কম থাকায় মাঠেই পড়ে রয়েছে প্রচুর আলু। তার ওপর অসময়ের ভারী বৃষ্টিতে আলুর ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। বৃষ্টিতে জমিতে জল জমে গেলে ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কম। তাই চাষিদের আগেভাগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।