রাজ্যে তৈরি হবে আরও ৯ হাজার কিমি গ্রামীণ রাস্তা, ৭ হাজার কোটি টাকার অনুমোদন নবান্নের

রাজ্যের গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে আরও এক বড় পদক্ষেপ নিতে চলেছে নবান্ন। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় ৯ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হতে চলেছে শীঘ্রই। এর জন্য ইতিমধ্যেই ৭ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পে অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। মূলত ২০২৫ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নিয়েছে প্রশাসন।

রাজ্যের তরফে সব জেলায় পাঠানো হয়েছে প্রকল্প সংক্রান্ত গাইডলাইন। ডিসেম্বর মাসের মধ্যেই কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দফতরগুলিকে।

এ প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,

“কেন্দ্রের আর্থিক বঞ্চনা সত্ত্বেও মুখ্যমন্ত্রী ৭ হাজার কোটি টাকার বেশি টাকা অনুমোদন করেছেন। গ্রামের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও ব্যবসায়িক সুবিধার দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ৯ হাজার কিলোমিটারের মতো রাস্তা আমরা নতুন করে নির্মাণ ও সংস্কার করব।”

পাশাপাশি, গ্রামীণ রাস্তা সংস্কারে ‘পথশ্রী’ প্রকল্পে আধুনিক প্রযুক্তি নির্ভর নির্মাণ উপকরণ ব্যবহারের নির্দেশ দিয়েছে নবান্ন। এর মধ্যে রয়েছে—

বর্জ্য প্লাস্টিক ও বিটুমিনাসের মিশ্রণ,

নরম মাটির এলাকায় সাবগ্রেডে পাট জিওটেক্সটাইলের ব্যবহার,

স্টিল প্ল্যান্টের কাছাকাছি অঞ্চলে ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ ও স্টিল স্ল্যাগ দিয়ে রাস্তা তৈরি।

রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, প্রতিটি জেলায় ‘পথশ্রী’ প্রকল্পের অধীনে অন্তত ২০ থেকে ২৫ শতাংশ রাস্তা সংস্কারে এই আধুনিক প্রযুক্তি প্রয়োগ করতে হবে।

পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি পরিবেশ-বান্ধব ও টেকসই নির্মাণ প্রযুক্তির ব্যবহারে এই উদ্যোগকে রাজ্য প্রশাসন ভবিষ্যতের উন্নয়নের পথে এক নতুন অধ্যায় হিসেবে দেখছে।

Related posts

গোর্খা বিষয়ক আলোচনায় কেন্দ্রের নিয়োগে ক্ষোভ মমতার, সরাসরি চিঠি প্রধানমন্ত্রীর উদ্দেশে

প্রয়াত পরিচালক গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনা ঘোষ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

ধনতেরাসের আগে ফের চমক! সোনার দাম ছাড়াল ১ লক্ষ ৩০ হাজার, রুপোয় সামান্য স্বস্তি