রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের কাজ শুরু হয়েছে শুক্রবার। এরই মধ্যে একাধিক জায়গায় বিরোধী দলকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠে আসছে। এই আবহের মাঝেই সর্বদলীয় বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন।
শুক্রবার মুর্শিদাবাদের খড়গ্রামে এক কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ উঠেছে। অনেক জায়গায় মনোনয়ন জমা দিতে বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। এসবের মধ্যেই এবার সর্বদলীয় বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১৩ জুন সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে।
এ দিন রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের শাসকদলের পাশাপাশি সুকান্তের নিশানায় ছিলেন রাজ্য নির্বাচন কমিশনের সদ্য দায়িত্বপ্রাপ্ত কমিশনার রাজীব সিনহা।
ঘটনাচক্রে সুকান্ত রাজভবন থেকে বেরিয়ে যাওয়ার পর পরই রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজীব। তবে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে তাঁর কী বিষয়ে কথা হয়েছে তা জানা যায়নি। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, দায়িত্ব পাওয়ার পর রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারতেই গিয়েছিলেন নতুন কমিশনার। অন্য একটি সূত্রের মতে, রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে পাঠিছিলেন রাজ্যপাল।
রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর রাজ্যপালের কড়া বার্তা, “যে কোনো মূল্যে অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন করাতেই হবে।” পাশাপাশি রাজীবকে তাঁর প্রশ্ন,”পর্যাপ্ত বাহিনী আছে কি? কেন্দ্রীয় বাহিনী আনছেন কি?”
জবাবে নির্বাচন কমিশনার জানান, “সাধারণত কেন্দ্রীয় বাহিনী আনার সিদ্ধান্ত আদালত নেয়, মামলা বিচারাধীন, তাই আদালতের দিকে আমরা তাকিয়ে আছি”।