কলকাতা: বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ)-র দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা ধর্না-অবস্থান করছেন শহিদ মিনারে। ১০ দিন ধরে চলছে রাজ্য সরকারি কর্মীদের ধর্না। আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
শনিবার দুপুর একটা থেকে রবিবার দুপুর ১টা পর্যন্ত প্রতীকী অনশনের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। এরপরই পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেন আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীরা। বকেয়া ডিএ-র দাবিতে এ বার আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে চাইছেন তাঁরা। শুক্রবার তাঁরা একটি গণ কনভেনশনের ডাক দিয়েছেন। সোমবার, ১৩ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে পূর্ণাঙ্গ কর্মবিরতির ডাক দিয়েছে যৌথ সংগ্রামী মঞ্চ। দাবি না মেটা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
আন্দোলনকারীদের দাবি, আদালতে রাজ্য হেরে গিয়েছে। সকলে আশা করেছিল সরকার সমস্ত ডিএ মিটিয়ে দেবে। কিন্তু তা না দিয়ে, টাকা খরচ করে সুপ্রিম কোর্ট গেল রাজ্য। আসলে রাজ্য সরকারের ডিএ দেওয়ার সদিচ্ছা নেই। তা থাকলে হাইকোর্টের রায়ের পর বকেয়া ডিএ দেওয়ার ব্যবস্থা করত রাজ্য।
তাঁদের কথায়, সরকারের পক্ষ থেকে বারে বারে বিভিন্ন অজুহাত দেওয়া হয়েছে। তা না হলে অন্য রাজ্যগুলো কী করে দিচ্ছে? কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের কর্মীদের ডিএ-র ফারাক এখন ৩৫ শতাংশ।