ছ’মাসের জন্য মুখ্যসচিব মনোজ পন্থের মেয়াদ বাড়াল রাজ্য সরকার

মুখ্যসচিব মনোজ পন্থের কার্যকালের মেয়াদ ছ’মাস বাড়াল রাজ্য সরকার। সোমবার, তাঁর অবসরের দিনেই নবান্ন থেকে জারি হয়েছে সরকারি নির্দেশিকা।

প্রথমে এক বছরের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব দিলেও কেন্দ্রীয় সরকার ছয় মাস মেয়াদ বৃদ্ধির অনুমোদন দিয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় কর্মিবর্গ, জন অভিযোগ ও পেনশন দফতরের আন্ডার সেক্রেটারি ভূপেন্দ্র পাল সিংহের স্বাক্ষরিত চিঠি সোমবারই এসে পৌঁছয় নবান্নে। সেই অনুমোদনের ভিত্তিতেই ৩১ ডিসেম্বর পর্যন্ত মনোজ পন্থকে মুখ্যসচিব পদে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৪ সালের ৩১ আগস্ট মুখ্যসচিবের দায়িত্ব নিয়েছিলেন মনোজ পন্থ। তাঁর আগে ছিলেন ভগবতী প্রসাদ গোপালিকা। দিল্লি ভগবতীর মেয়াদ বৃদ্ধি অনুমোদন না করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দেই মনোজ পন্থের কাঁধে মুখ্যসচিবের দায়িত্ব বর্তায়।

প্রসঙ্গত, মনোজ পন্থ কেন্দ্রীয় স্তরে অর্থমন্ত্রী থাকাকালীন প্রণব মুখোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেছেন। পরে কেন্দ্রীয় সরকারের যুগ্মসচিব হন। তাঁর ঝুলিতে রয়েছে ওয়াশিংটনে বিশ্বব্যাঙ্কে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করার অভিজ্ঞতাও।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন