বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের এক্তিয়ার নেই রাজ্যের, বড়ো রায় হাইকোর্টের

কলকাতা: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্যদের পুনর্নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তাৎপর্যপূর্ণ রায়। উপাচার্য নিয়োগ নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, মেয়াদ শেষ হওয়ার পর উপাচার্যদের নিয়োগ অথবা পুনর্নিয়োগের কোনো অধিকার রাজ্যের নেই।

মঙ্গলবার উপচার্য নিয়োগ নিয়ে মামলাকারীর আবেদন গ্রহণ করার পর এমনই মন্তব্য করেছে আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুধু তাই নয়, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপচার্যদের সেক্রেটারির চিঠিতে নিয়োগ করা হয়েছিল, তাঁদের নিয়োগ বাতিল করা হচ্ছে। যাঁদের কর্মকাল শেষ হওয়ার পর রাজ্য ফের নিয়োগ করেছিল, তাঁদেরও নিয়োগ বাতিল করা হচ্ছে। তবে যাঁদের সময়কাল ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, তাঁদের বিষয়ে আর হস্তক্ষেপ করবে না আদালত।

উল্লেখ্য, এই উপাচার্য নিয়োগ ঘিরেই প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সময়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে ওঠে। আদালতেও দায়ের হয়েছিল মামলা। সেই মামলার রায়ে এ দিন আদালত জানিয়ে দিল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে কোনো এক্তিয়ার নেই রাজ্যের।

এই রায়ের জেরে রাজ্যের প্রায় ২৯ জন উপাচার্যের পদ বাতিল হল এ দিন।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন