কলকাতা: শীতের শিরশিরানি আরও কিছুটা বাড়ল। ভোরের দিকে আকাশে কুয়াশা। অন্য দিকে, নিম্নচাপের পূর্বাভাস থাকলেও, নতুন করে বৃষ্টি হয়নি। রোদ ঝলমলে পরিবেশই রয়েছে। শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভর আকাশ মূলত পরিষ্কারই থাকবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে কমবে দৃশ্যমানতা। আপাতত আবহাওয়া থাকবে শুকনো। আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকতে পারে। আগামী কয়েক দিন বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই বলেও জানিয়েছে হাওয়া অফিস।
ইতিমধ্যেই রাজ্যে উত্তর-পশ্চিমের ঠান্ডা এবং শুকনো হাওয়া ঢুকতে শুরু করেছে। ওই হাওয়ার প্রভাবে রাজ্যের সর্বত্রই তাপমাত্রা কমতে শুরু করেছে।
দেশের উত্তর-পশ্চিমে ইতিমধ্যেই ঠান্ডা বাতাস ঢুকতে শুরু করেছে। তার প্রভাবে জম্মু, কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টি এবং তুষারপাত শুরু হয়েছে। ওই হাওয়াই উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা পেরিয়ে বাংলায় ঢুকতে শুরু করলে তাপমাত্রা আরও কমবে উত্তর ও দক্ষিণবঙ্গের সমতলে।