প্রথম দফা: অন্য রাজ্যের তুলনায় বাংলায় ভোটদানের হার বেশ ভালো

জলপাইগুড়ি: বিক্ষিপ্ত কিছু হিংসার অভিযোগ সঙ্গে নিয়েই মিটেছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ। নির্বাচন কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত ভোটদানের হার বেশ ভালো।

শুক্রবার সকাল থেকেই দেখা যায় উত্তরের তিন কেন্দ্রে ভোটাররা দলে দলে ভোট দিতে বের হন। কিছুক্ষেত্রে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। তবে এদিন কেন্দ্রীয় বাহিনী থাকায় দুষ্কৃতীরা সেভাবে সক্রিয় হতে পারেনি। বিভিন্ন জায়গায় দলে দলে ভোটাররা ভোট দিতে বের হন। বহু জায়গাতেই উৎসবের মেজাজে ভোটদান প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছিল।

নির্বাচন কমিশন সূত্রে খবর, শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত কোচবিহারে ভোটদানের হার ৭৭ শতাংশ। আলিপুরদুয়ারে ভোটদানের হার ৭৫ শতাংশ এবং জলপাইগুড়িতে ভোটদানের হার ৭৯ শতাংশ।

নির্বাচন কমিশন জানিয়েছে, উত্তরবঙ্গের তিন কেন্দ্রে ভোট পড়েছে ৭৭.৫৭ শতাংশ। প্রথম দফায় ভোট শতাংশের হারে দেশের অন্য রাজ্যগুলির থেকে এগিয়ে রয়েছে বাংলা। তবে, মোট কত শতাংশ ভোট পড়ল তা জানা যাবে শনিবার।

উল্লেখ্য, ২০১৪ সালে জলপাইগুড়িতে ভোট পড়ে ৮৪.৮৪ শতাংশ। ২০১৯ সালে তা হয়েছে ৮৬.৪৪ শতাংশ। কোচবিহারে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ভোট পড়েছিল ৮২.৪৮ শতাংশ। ২০১৯ সালে তা বৃদ্ধি পেয়ে হয় ৮৩.৮৮ শতাংশ। এবার কি সেই সংখ্যা ছাপিয়ে যায় কি না, সেটাই দেখার।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক