Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
নগরোন্নয়নে বড় পদক্ষেপ! রাজ্যজুড়ে সাড়ে ৬০০ কোটি টাকার প্রকল্প নবান্নের - NewsOnly24

নগরোন্নয়নে বড় পদক্ষেপ! রাজ্যজুড়ে সাড়ে ৬০০ কোটি টাকার প্রকল্প নবান্নের

রাজ্যজুড়ে নগরোন্নয়ন খাতে নবান্নের বড় পদক্ষেপ। পানীয় জল সরবরাহ, নিকাশি ব্যবস্থার উন্নতি ও সবুজায়ন বাড়াতে সাড়ে ৬০০ কোটি টাকার প্রকল্প হাতে নিতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, পুর ও নগরোন্নয়ন দফতরের কাছে ইতিমধ্যেই অর্থ বরাদ্দের চিঠি এসে পৌঁছেছে। ফলে ডিসেম্বরের মধ্যেই প্রকল্পের কাজ শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে।

এই বরাদ্দের মূল উদ্দেশ্য শহর ও পুর এলাকায় পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি নাগরিকদের কাছে মৌলিক পরিষেবা পৌঁছে দেওয়া। জল সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, উন্নত নিকাশি ব্যবস্থা গড়ে তোলা, এবং বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ—এই তিন খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে,

“প্রত্যেক পুর এলাকায় প্রকল্পভিত্তিক কাজ শুরু হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবেশবান্ধব উদ্যোগে—নতুন পার্ক তৈরি, পুরনো পার্ক সংস্কার এবং সবুজায়ন বাড়ানো হবে।”

জল ও নিকাশির উন্নয়ন

শহরাঞ্চলে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে নতুন পাইপলাইন বসানো হবে। একইসঙ্গে পুরনো ড্রেনেজ সিস্টেম সংস্কারের কাজও শুরু হবে শীঘ্রই। বহু পুরসভায় নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগ রয়েছে। সেই সব এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।

সবুজায়ন ও দূষণ নিয়ন্ত্রণে জোর

রাজ্যের একাধিক শহরে সবুজ পরিসর বাড়াতে পার্ক ও মিনি ফরেস্ট তৈরি করা হবে। দূষণ নিয়ন্ত্রণে আনতে গাছ লাগানো ও ল্যান্ডস্কেপিং প্রকল্পও থাকছে এই পরিকল্পনার অংশ হিসেবে। প্রশাসন জানিয়েছে, পুর এলাকাগুলিতে নাগরিকদের বিশ্রামের জায়গা এবং শিশুদের খেলার মাঠ তৈরি বা পুনর্গঠনের কাজেও ব্যয় হবে এই তহবিলের একটি অংশ।

রাজ্য বনাম কেন্দ্রীয় বরাদ্দ

অম্রুত (AMRUT) প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ তুলনামূলক কম।

জনসংখ্যা ১০ লক্ষের বেশি হলে কেন্দ্র দেয় মোট প্রকল্প খরচের ২৫%,

১০ লক্ষ পর্যন্ত হলে ৩৩.৩৩%,

এক লক্ষের নিচে হলে ৫০%।

ফলে বাকি অধিকাংশ অর্থ রাজ্যকেই বহন করতে হয়। সম্প্রতি নয়াদিল্লি পশ্চিমবঙ্গের নগরোন্নয়ন প্রচেষ্টার প্রশংসা করে অতিরিক্ত ₹২৫০ কোটি বরাদ্দ করেছে, তবে নবান্নকে ইতিমধ্যেই দিতে হয়েছে প্রায় ₹৪০০ কোটি রাজ্য খরচ হিসেবে।

ভবিষ্যৎ পরিকল্পনা ও সময়সীমা

রাজ্য সরকার জানিয়েছে, বর্ষার পর পুরোদমে উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। ডিসেম্বরের মধ্যেই নতুন বরাদ্দ ব্যবহার করে প্রকল্প বাস্তবায়নের টার্গেট নেওয়া হয়েছে। প্রতিটি পুর প্রশাসনকে দ্রুত প্রকল্প রূপায়ণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নাগরিকরা আগামী বছরের শুরু থেকেই উন্নত পরিষেবার সুফল পান।

পানীয় জল থেকে নিকাশি ও সবুজায়ন—সার্বিক নগরোন্নয়নে এবার বড় অঙ্কের বিনিয়োগ করছে নবান্ন। বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প সফল হলে রাজ্যের শহরাঞ্চলে জীবনযাত্রার মানে আসবে দৃশ্যমান পরিবর্তন।

Related posts

রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, ঝুলন্ত কেব্‌ল বদলাতে বড়সড় মেরামতির কাজ চলছে

‘এক চোখে দুর্যোধন, অন্য চোখে দুঃশাসন’, কৃষ্ণনগরের সভা থেকে অমিত শাহকে তীব্র আক্রমণ মমতার

‘এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়’, ব্রিগেডে প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় কড়া বার্তা মমতার