কলকাতা: কুয়াশায় ঢাকল রবিবাসরীয় সকাল। তবে, বেলা বাড়ার সঙ্গেই বাড়বে তাপমাত্রা। পুবালি হাওয়ার দাপটে পিছু হঠতে শুরু করেছে উত্তুরে হাওয়া। আর তার জেরে তার জেরে হালকা হতে পারে শীতের আমেজ।
আগামী সোমবার বড়দিন। সেই সময় তাপমাত্রা আরও বাড়তে পারে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। কয়েকদিন আগেই পৌষ মাস পড়েছে। এর মধ্যেই অনেকটাই বেড়ে গিয়েছে রাতের তাপমাত্রা। বছর শেষে ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ভ্রুকুটি দেখা দিয়েছে। পুবালি হাওয়ার দাপটে পিছু হঠতে শুরু করেছে উত্তুরে হাওয়া। আর তার জেরে তার জেরে গায়েব হতে পারে শীতের আমেজ।
আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। বোঝাই যাচ্ছে, একধাক্কায় ঠিক কতটা তাপমাত্রার তফাত হয়েছে। ১৪ থেকে ১৫ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে জেলার তাপমাত্রাও। যেখানে, গত শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শুক্রবার কলকাতার তাপমাত্রা ছিল ১৬.৯।
অন্য দিকে, আগামী ৪৮ ঘণ্টায় সিকিমেও বৃষ্টি ও তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। এর প্রভাব পড়তে পারে দার্জিলিং, কালিম্পংয়ের মতো রাজ্যের পাহাড়ি এলাকাগুলিতে। সেখানেও বৃষ্টির সঙ্গে হাল্কা তুষারপাতের সম্ভাবনা আছে।