ফিরছে শীত, রাজ্যের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: মকর সংক্রান্তির আগে উধাও হয়েছিল শীত। ফের তাপমাত্রার পারদ নিম্নমুখী। এর মধ্যেই হাওয়া অফিসের পূর্বাভাস, বুধবার রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরে তৈরি হয়েছে জলীয় বাষ্প। এর ফলে হালকা বর্ষণের সম্ভাবনা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কয়েকটি এলাকায়।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকার পাশাপাশি, দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হাল্কা বৃষ্টি হতে পারে। তবে স্বস্তির খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিন সকাল থেকেই কুয়াশার চাদরে মুড়ে রয়েছে কলকাতা।

এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকালের থেকে কিছুটা বেশি। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি তাপমাত্রা। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে।

জানুয়ারির প্রথম কয়েক দিন হাড় কাঁপানো ঠান্ডায় কাবু হয়েছিল বাংলার উত্তর থেকে দক্ষিণ। তার পর গত কয়েক দিনে ঠান্ডা যেন উবে গিয়েছিল কর্পূরের মতো। তবে পারদ ফের নিম্নমুখী। এখন বৃষ্টির হাত ধরেই শীতের দ্বিতীয় ইনিংস ফের শুরুর জল্পনা।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন