২৫-২৭ আগস্ট রাজ্য জুড়ে কমবে বৃষ্টি, ফের কবে থেকে শুরু হবে?

আগামী তিনদিন রাজ্যের মানুষ বৃষ্টি থেকে স্বস্তির স্বাদ পেতে চলেছেন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৫ থেকে ২৭ আগস্ট পর্যন্ত রাজ্যের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে। এই সময়ে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে বর্ষার ঘনঘটা থেকে খানিকটা মুক্তি মিলবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

যদিও বৃষ্টির প্রকোপ কমলেও আদ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকবে। গরমের সঙ্গে উচ্চমাত্রার আর্দ্রতা সাধারণ মানুষকে ঘেমে নাকাল করতে পারে। ফলে দিনের বেলা বাইরে বের হলে হালকা পোশাক এবং জলপান বজায় রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

তবে ২৮ আগস্ট, বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি শুরু হতে পারে। সেই সময় রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া আবহাওয়াগত কারণে নতুন নিম্নচাপ তৈরি হলে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে।

Related posts

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা