কলকাতা: কলকাতায় ফের আবহাওয়ার ভোলবদল। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার এক ধাক্কায় প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস নামল তাপমাত্রার পারদ। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে। তারপর ধীরে ধীরে বিদায় নেবে শীত।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। যেখানে বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, আগের দিনের থেকে প্রায় ৪ ডিগ্রি কমল সর্বনিম্ন তাপমাত্রা। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা। এ দিন কলকাতা-সহ রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা কমলেও এই পারদ পতন স্থায়ী হবে না। ২৪ ঘণ্টা পর থেকেই রাজ্যে কমবে উত্তুরে হাওয়া দাপট। বাড়বে তাপমাত্রা। রবিবার থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
জানুয়ারি মাসের শেষ থেকেই শীতের আমেজ উধাও হয়েছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। ফেব্রুয়ারিতে সোয়েটার, চাদর তুলে রেখেছেন অনেকেই। এ বার হাওয়া অফিস জানিয়ে দিল, ফেব্রুয়ারির অর্ধেক পার করেই শীতের বিদায় আসন্ন!