কলকাতা: বুধবার বড়সড় আবহাওয়া আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের তীব্রতা কমতে চলেছে। শনিবার থেকেই তাপপ্রবাহের তীব্রতা কমবে দক্ষিণবঙ্গে। রবিবার থেকে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উপকূলবর্তী এলাকায় বন্ধ হবে তাপপ্রবাহ।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রবিবারের পর থেকে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আপাতত আর তাপপ্রবাহের সতর্কতা নেই। অন্য দিকে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমানে তাপপ্রবাহ বন্ধ না হলেও রবিবার থেকে তীব্রতা অনেকটাই কমবে।
তবে, আগামীকাল পর্যন্ত তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই আবহাওয়ায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। এমনকী তাপপ্রবাহের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং মালদহে।
পশ্চিম দিক থেকে ধেয়ে আসা গরম বাতাসে পুড়ছে বাংলা। কলকাতায় ৩০ এপ্রিল গরম ছিল মাত্রাতিরিক্ত। বাংলার কলাইকুণ্ডায় তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল গতকল, যা কি না স্বাভাবিকের থেকে ১০ ডিগ্রি বেশি। তবে শীঘ্রই স্বস্তি পেতে চলেছে বাংলা। তবে আবহাওয়া পরিবর্তনের আশার আলো রয়েছে আগামী রবিবার, ৫ মে। এবং তার পরের দিন, সোমবার, ৬ মে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই দিনগুলিতে।