বৃষ্টি ফিরছে রাজ্যে, উত্তরবঙ্গে টানা ভারী বর্ষণ, দক্ষিণে বজ্রবিদ্যুতের সতর্কতা

গত কয়েক দিনে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি কার্যত থেমে ছিল। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই বিরাম বেশিদিনের নয়। চলতি সপ্তাহে ফের বৃষ্টি ঘনাবে রাজ্যে। উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা নেই। তবে বুধবার থেকে পরিস্থিতি বদলাবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার এবং বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবারের পর থেকে আপাতত আর কোনও সতর্কতা নেই।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা আরও তীব্র। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে টানা এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। কোচবিহারে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙে বুধবার এবং কালিম্পঙে বৃহস্পতিবার ভারী বর্ষণ হতে পারে। তবে উত্তরবঙ্গের দক্ষিণাংশের তিন জেলা—মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে এখনই কোনও সতর্কতা জারি হয়নি।

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর আপাতত কোনও নিম্নচাপ অঞ্চল না থাকলেও মৌসুমি অক্ষরেখা সক্রিয়। ফলে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে, যা বজ্রগর্ভ মেঘ তৈরি করছে। এর ফলেই বৃষ্টি হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

বর্ষা এখনও সক্রিয় থাকায় এ বছর দুর্গাপুজোও বর্ষার মধ্যেই কাটবে। তাই পুজোর দিনগুলোতেও বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবহবিদরা মনে করছেন, শারদোৎসবের সময় ছাতা ও রেইনকোটই হয়ে উঠতে পারে পর্যটক ও ভক্তদের প্রধান সঙ্গী।

Related posts

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা