সকাল-সন্ধ্যে ঠান্ডা ভাব, জাঁকিয়ে শীত পড়বে কবে?

কলকাতা: সকাল-সন্ধ্যে শীত-শীত ভাব আরও স্পষ্ট। সকাল থেকে দুপুর পর্যন্ত রোদ যদিও থাকে, তবে তা পুড়ে যাওয়ার মতো নয়। শুরু শীতের অপেক্ষায় দিন গোনা।

দুর্গাপুজোর পর পার হল লক্ষ্মীপুজোও। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ কলকাতায়। কখনও আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী দু-তিন দিন রাতের ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। শুকনো বাতাস; জলীয়বাষ্প ক্রমশ কমবে। দক্ষিণা বাতাসের দিন শেষ। ক্রমশ প্রভাব বিস্তার করছে উত্তর-পশ্চিম ও উত্তরের হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শীতল উত্তুরে হাওয়ায় শীতের আমেজ জেলায় জেলায়।

উত্তরবঙ্গে বিশেষ করে পাহাড় ও লাগোয়া এলাকায় মোটামুটি শীতের আমেজ। দিনের বেলায় হালকা রোদ্দুর এবং বেলা গড়াতেই শীতের চাদরে মুড়ে যাচ্ছে গোটা এলাকা। ঠান্ডায় কেউই আর মোটা গরম কাপড় ছাড়া বাইরে বের হচ্ছেন না সূর্য অস্ত গেলে। তবে এটা পাকাপাকি ভাবে শীত পড়া নয়। তার জন্য এখনও ১৫-২০ দিন অপেক্ষা করতে হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

এমনিতে সেপ্টেম্বরের শেষ দিকে বৃষ্টির দেখা মেলে না সেভাবে, যদি না প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় সাগরে। কিন্তু এবারে সেপ্টেম্বর, অক্টোবরের শুরুতেও বৃষ্টি অব্যাহত ছিল। বর্ষার মেয়াদ দীর্ঘায়িত হওয়াতেই এমনটা ঘটেছে বলে মত আবহবিদদের। তার উপর সিকিমের মেঘভাঙা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। তবে মাঝে ক’দিন সামান্য বৃষ্টি হলেও মহালয়া এবং দুর্গাপুজোর আগেই প্রকৃতপক্ষে দুর্যোগ কেটে গিয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক