তাপপ্রবাহের মতো পরিস্থিতির মধ্যেই বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়

কলকাতা: আজ, শনিবার এবং আগামীকাল তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়। তবে, গরম থাকলেও কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবি ও সোমবার। উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গরম এবং অস্বস্তিও থাকবে কিছু জেলায়।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, রবিবার থেকে কলকাতা, হাওড়া , হুগলি, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম ছাড়া রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সোমবার পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও থাকবে গরম এবং অস্বস্তি। তবে ওই দিনই রাজ্য জুড়ে বৃষ্টি হবে। তাউত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূ্র্ব বর্ধমান, বীরভূম, মু্র্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। দক্ষিণের বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আবারও বৃষ্টির জেরে তাপমাত্রা বেশ কিছুটা কমবে। শীতল বাতাস বইবে দক্ষিণ জুড়েই। ও দিকে, উত্তরের সমতলের তিন জেলায় ঘর্মাক্ত উষ্ণ আবহাওয়া। বিশেষত মালদা দুই দিনাজপুর এবং কোচবিহারে অস্বস্তি বাড়বে।শনি ও রবিবার বাকি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক