বর্ষার দেরিতে প্রবেশ, বৃষ্টির পরিমাণ নিয়ে অনিশ্চয়তা

বর্ষা এ বারে দেরি করে ফেলেছে। সাধারণত ১ জুন ভারতে প্রবেশ করে থাকে বর্ষা। তবে এ বার সাত দিন দেরিতে দেশের মূল ভূখণ্ডে ঢুকল বর্ষা। এ বারের বর্ষাকালে বৃষ্টির পরিমাণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

দেরিতে আসা মানেই কম বৃষ্টি হবে এমনটা নয়। কিন্তু বৃষ্টির পরিমাণ নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। বৃষ্টি কম হলে খরিফ চাষে তার নেতিবাচক প্রভাব পড়ে। এই আশঙ্কার কারণ, বেশ কয়েক বছর পর ফের এল নিনো পরিস্থিতি জুন মাসেই তৈরি হয়েছে। ঘোষণা করেছে আমেরিকার আবহাওয়া সংস্থা ‘এনওএএ’। এর তীব্রতা আগামী দিনে বাড়বে বলেও জানানো হয়েছে।

এ দিকে কেরলে বর্ষার প্রবেশ ঘটলেও এখনও এর প্রভাব দুর্বল থাকবে বলে জানা গিয়েছে। আরব সাগরে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর জেরেই বর্ষার প্রভাব দুর্বল হবে বলে জানা গিয়েছে।

কেন্দ্রীয় আবহাওয়া দফতর অবশ্য এবারও দেশে স্বাভাবিক বর্ষার পূর্বাভাস দিয়েছে। কিন্তু ওই পূর্বাভাসের মধ্যে কিছুটা শঙ্কা প্রকাশ পেয়েছে। দীর্ঘকালীন গড়ের তুলনায় ৯৬ থেকে ১০৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা থাকলে তাকে স্বাভাবিক বলা হয়। এবার দেশে বৃষ্টিপাত ৯৬ শতাংশ হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। স্বাভাবিকের একেবারে প্রান্তসীমায় বৃষ্টির পরিমাণে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাংলাতেও এবার দেরিতে বর্ষার আগমন হচ্ছে। সোমবারের মধ্যে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ ও বিহারের কিছু অংশে বর্ষা প্রবেশ করবে বলে আবহাওয়া দফতর আশা করছে। দক্ষিণবঙ্গে কবে বর্ষা আসবে তা এখনও জানায়নি আবহাওয়া দফতর।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক