জাঁকিয়ে শীত কলকাতায়, কনকনে ঠাণ্ডা জেলায় জেলায়

কলকাতা: শনিবার এই মরশুমের শীতলতম দিন। উত্তুরে হাওয়ার পথে বাধা সরতেই নামতে শুরু
করেছে তাপমাত্রার পারদ। এক ধাক্কায় এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সপ্তাহের শেষে তাপমাত্রা আরও কমবে।

অন্য দিকে, দার্জিলিঙে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামল তাপমাত্রা। বাঁকুড়া ও পানাগড়ে পারদ নেমেছে ১১ ডিগ্রি সেলসিয়াসে। আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ৮.২ ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনীকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। মালদহে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া সূত্রে খবর, দক্ষিণবঙ্গে শুষ্ক পরিষ্কার আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে রবিবার। পশ্চিমাঞ্চলের জেলায় ১০-এর নীচে নেমে যেতে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলি-সহ মোট পাঁচটি জেলায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না আগামী পাঁচদিন। উত্তরবঙ্গের নীচের জেলাগুলির তাপমাত্রার সামান্য কমবে।

Related posts

সপ্তমীতে স্বস্তি, তবে নবমী-দশমীতে ফের ভিজতে পারে পুজো

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?