কলকাতা: রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে বুধবার আর বৃহস্পতিবার। শুক্রবার থেকে কিছুটা কমবে গরমের দাপট, এমনটাই বলছে আবহাওয়ার পূর্বাভাস।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কিছু জায়গায় পারদ ৪৪-৪৫ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে। কলকাতার বিভিন্ন প্রান্তে তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। সেই সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
একই সঙ্গে, শুক্রবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গরমের দাপট কিছুটা কমবে বলে স্বস্তির আশ্বাস দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। জলীয় বাষ্প হুহু করে ঢুকছে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে। ফলে কালবৈশাখী আর বেশি দেরি নেই। সবমিলিয়ে তাপপ্রবাহ শেষে শুক্রবারই সম্ভবত প্রথম কালবৈশাখীটি পেতে পারে বাংলা। যদিও এটাও একশো শতাংশ নিশ্চিত নয় বলে মানছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
বুধবার উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং জেলার বিক্ষিপ্ত কিছু জায়গায় স্বস্তির বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে পাহাড়ে তাপমাত্রা কমবে। দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা ২৫, কালিম্পং-এ ৩০ হয়ে গিয়েছিল। সেটা কমবে। তাপমাত্রা ক্রমশ স্বাভাবিকে নেমে আসবে। খাতায়কলমে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রতিদিনই।
*শহরে গরমের দাপট। ছবি: রাজীব বসু