কলকাতা: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে উধাও হয়েছে উত্তুরে হাওয়া। যার জেরে ভরা পৌষে হঠাৎই গায়েব শীত। বছর শেষে ঊর্ধ্বমুখী পারদ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৮। যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। আবার কবে ফিরবে কনকনে ঠান্ডা?
ডিসেম্বর শেষ হয়ে নতুন বছর আসতে চলেছে। কিন্তু এখনও পর্যন্ত হাড় কাঁপানো ঠান্ডা টের পায়নি বাংলা। মাঝে একধাক্কায় পারদপতন ঘটলেও, গত কয়েক দিন ধরে তাপমাত্রার ওঠাপড়া বজায় রয়েছে। বড়দিনের মতো বর্ষবরণেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও। বছরের শেষ ক’টা দিন এমনই থাকবে আবহাওয়া।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে। এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি বেশি। হঠাৎ করেই উধাও হয়েছে শীত। অন্য দিকে, জেলায় জেলায় বর্ষ শেষে শীত অনুভূত হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিন পাঁচেক রাজ্য জুড়েই রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। অন্যদিকে দক্ষিণের জেলাগুলিতে সঙ্গী হতে পারে কুয়াশা। সকালের দিকে কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশই থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। ভোরের দিকে কিংবা সন্ধ্যায় শীতের আমেজ বজায় থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও হয়ে যাবে। আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে জেলায় জেলায়।