কলকাতা: শনিবার মধ্যরাতে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন দু’জন। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার নামফলক লাগানো গাড়ি শনিবার রাত ১টা নাগাদ শিবপুরের ফরসোর রোডে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার সময় বিধায়ক নিজে গাড়িতে ছিলেন না, তবে গাড়িতে ছিলেন পাঁচজন যাত্রী। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে, বাকি তিনজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
জানা গিয়েছে, গাড়িটি চালাচ্ছিলেন মহম্মদ মোস্তাক খান (২৫), যার বাড়ি কলকাতার ওয়াটগঞ্জে। জানা গেছে, আত্মীয়দের সঙ্গে বাঁকড়ায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িটি প্রচণ্ড গতিতে চলছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা মারে।
ধাক্কার তীব্রতায় গাড়ির সামনের অংশ ট্রেলারের পিছনে আটকে যায় এবং গাড়ির মূল কাঠামো সামনে ছিটকে পড়ে। এতটাই তীব্র ছিল ধাক্কার অভিঘাত যে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় বাসিন্দারা বিকট আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন এবং তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন।
শিবপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিদের অবস্থা অত্যন্ত গুরুতর।
সংযোজন: দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার নামফলক লাগানো ছিল। যদিও বিধায়কের দাবি, গাড়িটি তাঁর নয়।