কলকাতা: জাঁকিয়ে শীত পড়তে এখনও দেরি, এমনটাই বলেছিল হাওয়া অফিস। এরই মধ্যে গতকালের তুলনায় সামান্য বাড়ল সোমবারের তাপমাত্রা। তবে শীতের আমেজ বহাল রয়েছে রাজ্যে।
ক্যালেন্ডার বলছে, এতদিনে শীতের ঢুকে পড়ার কথা ছিল। জেলায় জেলায় তাপমাত্রার পারদ নেমেছে যথেষ্ট। কলকাতাতেও নেমেছিল ১৫-র ঘরে। তবে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬-র ঘরে। তবে এই তাপমাত্রা স্বাভাবিক। রবিবারের চেয়ে তা সামান্য বেড়েছে মাত্র।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিন শহরে এমন শীতের আমেজ বজায় থাকবে। উত্তুরে হাওয়ার কারণে পারদের ওঠা-নামাও চলবে। আগামী রবিবার পর্যন্ত কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে ১৫ অথবা ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তাপমাত্রা। পশ্চিমাঞ্চলের জেলায় এই তাপমাত্রা আগামী কয়েক দিন ১১ অথবা ১২ ডিগ্রির ঘরে থাকবে।
হাওয়া অফিস বলছে, পারদ নামার সঙ্গে সঙ্গে সকালের দিকে কুয়াশা ঘিরে থাকবে জেলায়। এর পর আকাশ পরিষ্কার থাকবে দিনভর। সপ্তাহের শুরুতেই সোনা রোদের পাশাপাশি শীতের আমেজ পাবে জেলার মানুষ। উত্তরের জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিক। যেমন দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।