কলকাতা: আজ, বৃহস্পতিবার দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা।
এ দিন শুরু হয়েছে ঘন কুয়াশা দিয়ে। তাপমাত্রার পারদ আজ কিছুটা উপরের দিকে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। ধীরে ধীরে শীতের দাপট কমবে, বাড়বে তাপমাত্রা। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টি চলতে পারে, বেলার দিকে আবহাওয়ার উন্নতি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই।
দিনভর মেঘলা আকাশ থাকবে। ইতিমধ্যেই বৃষ্টিও শুরু হয়েছে রাজ্যে। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির বেশি সম্ভাবনা দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায়।
পাশাপাশি, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি শুক্রবার পর্যন্ত চলবে বলে খবর।