নবমীতে বৃষ্টি, সঙ্গে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

কলকাতা: বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সোমবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা। নবমীর দিন বেলা যতো বাড়বে আবহাওয়ার পরিবর্তন হবে। সকাল এবং দুপুরে আংশিক মেঘলা আকাশ হলেও বিকেল থেকে রাতে পুরোপুরি মেঘলা আকাশ। উপকূলের জেলায় মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে উপকূলের জেলায় হালকা ঝোড়ো হাওয়া।

হাওয়া অফিসের মতে, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে ফেলেছে। এখন সেটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ফুঁসছে। গত কয়েক ঘণ্টা ধরে সেটি ১৭ কিলোমিটার প্রতি ঘণ্টায় উত্তরদিকে অগ্রসর হয়েছে। নবমীর সন্ধ্যায় এই ঘূর্ণাবর্ত একটি জোরাল ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সোমবার সকালে এই ঘূর্ণিঝড়টি উত্তর এবং উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে বাংলাদেশ উপকূলের খেপুপাড়া এবং চট্টগ্রামের মধ্যবর্তী এলাকার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব তিন দিন বজায় থাকতে পারে।

নবমী, দশমী এবং একাদশীতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগর লাগোয়া জেলাগুলিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, নবমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কলকাতা ও আশপাশের এলাকায়। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ৫০ থেকে ৬০ কিলোমিটার এবং কখনও কখনও ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং উত্তর পূর্ব ভারতের জেলাগুলিতে। দশমীর সন্ধ্যায় কিছুটা কমে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

Related posts

উত্তরবঙ্গ আক্রান্ত সাংসদকে দেখতে হাসপাতালে মমতা, ত্রাণশিবিররে ক্ষতিগ্রস্তদের দিলেন ঘর বানিয়ে দেওয়ার আশ্বাস

উত্তরবঙ্গে বৃষ্টি থেমে রোদ্দুর, এবার বর্ষা বিদায়ের পথে বাংলা

ধসের ধাক্কায় দার্জিলিংয়ে টয় ট্রেন বন্ধ! পর্যটকদের জন্য চালু থাকছে শুধু জয়রাইড