কলকাতায় পুজোর দিনগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা, স্বস্তি পুজোপ্রেমীদের!
কলকাতা: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুজোর দিনগুলিতে কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে। তবে স্বস্তির খবর হল, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তাই বৃষ্টির ফাঁকেই অনায়াসে ঠাকুর দেখা যাবে।
পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত, শহরের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পঞ্চমীতে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। ষষ্ঠী ও সপ্তমীতেও একই ধরনের পরিস্থিতি থাকতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অষ্টমী, নবমী এবং দশমীতেও আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে।
তবে, জেলার সব জায়গায় বৃষ্টি না হওয়ার কারণে ঠাকুর দেখার পরিকল্পনা সেভাবে বিঘ্নিত হবে না। এমনকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই এখনও।